ঢাকা | বঙ্গাব্দ

অধ্যাপক ইউনূস ও ইলন মাস্কের ফোনালাপ


  • নিউজ আপডেট : 21-02-2025 08:46 AM ইং প্রকাশ: 21-02-2025 ইং 1702 বার পঠিত

ছবির ক্যাপশন:
ad home 3

অধ্যাপক ইউনূস ও ইলন মাস্কের ফোনালাপ: কী আলোচনা হলো?
ফোনালাপে কী আলোচনা হলো?
কেন গুরুত্বপূর্ণ এই আলাপ?

  • অধ্যাপক ইউনূস দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা ও সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাসে ভূমিকা রেখে চলেছেন।
  • ইলন মাস্ক, যিনি টেসলা, স্পেসএক্স ও এক্স (সাবেক টুইটার)-এর মতো প্রতিষ্ঠান পরিচালনা করছেন, নবায়নযোগ্য জ্বালানি ও মহাকাশ গবেষণায় বিপ্লব ঘটিয়েছেন।
  • এই দুই বিশ্বনেতার আলোচনা নতুন কোনো যৌথ উদ্যোগের সূচনা করতে পারে।
ভবিষ্যতে কী হতে পারে?

বিশ্বখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ফোনালাপে অংশ নেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই আলোচনাটি হয় বলে জানা গেছে।

বিশ্বব্যাপী উদ্যোক্তা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও প্রযুক্তির ভূমিকা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্র জানায়। এছাড়া, ভবিষ্যতে যৌথভাবে সামাজিক ব্যবসা ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করার সম্ভাবনাও নিয়ে কথা বলেন তাঁরা।

বিশ্বের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে ইউনূস ও মাস্ক একসঙ্গে কাজ করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রকল্পের ঘোষণা আসেনি।

আপনার মতামত কী? আপনি কি মনে করেন ইলন মাস্ক ও অধ্যাপক ইউনূস একসঙ্গে কোনো বড় উদ্যোগ নিতে পারেন? মন্তব্য করে জানান!

📢 পড়াশোনা সংবাদ-এর সঙ্গে থাকুন, জানতে থাকুন!

কমেন্ট বক্তব্য
রেড লাইন পার করেছেন ড. ইউনূস : বললেন সারজিস আলম

রেড লাইন পার করেছেন ড. ইউনূস : বললেন সারজিস আলম