ঢাকা | বঙ্গাব্দ

ঢাবির বিজনেস স্টাডিজ ইউনিটে পাসের হার ১২ শতাংশের নিচে


  • নিউজ আপডেট : 07-03-2025 06:59 PM ইং প্রকাশ: 07-03-2025 ইং 1702 বার পঠিত

ছবির ক্যাপশন:
ad home 3

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন বিজনেস স্টাডিজ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার মাত্র ১১.৭২ শতাংশ, অর্থাৎ পরীক্ষার্থীদের প্রায় ৮৮ শতাংশই অকৃতকার্য হয়েছে।

গত ২৬ জানুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭৫ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে খাতা মূল্যায়নের পর অনিয়মের কারণে ৯৪ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়।

মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৮৩২ জন। এর মধ্যে সাধারণ কোটায় উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৯৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৬৭৪ জন এবং অন্যান্য কোটায় ৪৬০ জন।

এবার বিজনেস স্টাডিজ ইউনিটে মোট আসন সংখ্যা ২,৫০০টি। ফলে প্রতিযোগিতা বেশ কঠিন হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরীক্ষার কঠোর মানদণ্ড ও শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতির কারণেই পাশের হার তুলনামূলকভাবে কম হয়েছে।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.du.ac.bd) পাওয়া যাচ্ছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম জমা দিতে বলা হয়েছে।

কমেন্ট বক্তব্য
রেড লাইন পার করেছেন ড. ইউনূস : বললেন সারজিস আলম

রেড লাইন পার করেছেন ড. ইউনূস : বললেন সারজিস আলম