নোয়াখালীর বেগমগঞ্জে এক মেলায় নাগরদোলায় চড়ার সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. শাকিবের বিরুদ্ধে। নিহত নারীর নাম লাকী বেগম (১৯)। সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরদোলা চলাকালীন এক ব্যক্তি হঠাৎ পাশে বসা এক নারীর গলায় ছুরি চালিয়ে দেন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাকী বেগমের মা শেফালী বেগম জানান, এক বছর আগে লাকী ও শাকিবের বিয়ে হয়। সম্প্রতি পারিবারিক কলহে জড়িয়ে পড়ে তারা। ঘটনার দিন সন্ধ্যায় শাকিব লাকীকে নিয়ে মেলায় যায়। এরপরই তিনি মেয়ের হত্যার খবর পান।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত শাকিবকে নোয়াখালী জেনারেল হাসপাতাল এলাকা থেকে আটক করে। বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, "প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তকে আটকের পর আইনি প্রক্রিয়া চলছে।"