ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে মিশরে গুপ্তচরবৃত্তির অভিযোগ: উত্তেজনা ফের তুঙ্গে


  • নিউজ আপডেট : 02-05-2025 06:11 AM ইং প্রকাশ: 02-05-2025 ইং 1702 বার পঠিত

ছবির ক্যাপশন:
ad home 3

চীনা বিমান দিয়ে ইসরায়েলের ওপর নজরদারিতে মিশর: ইসরায়েলি সংবাদমাধ্যমের অভিযোগ

চীনা বিমান বাহিনীর সহায়তায় ইসরায়েলের সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করছে মিশর—এমন চাঞ্চল্যকর দাবি করেছে একটি ইসরায়েলি সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো যৌথ সামরিক মহড়ার আড়ালে চীনা প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে নজরদারি চালাচ্ছে।

ইসরায়েলি ওয়েবসাইট Natziv.net জানিয়েছে, চীন ও মিশরের মধ্যে সাম্প্রতিক এক যৌথ মহড়ায় অংশ নিতে চীনের একটি প্রাথমিক সতর্কীকরণ বিমান মিশরের বেনি সুয়েফ সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে। এরপর থেকেই ইসরায়েলের দক্ষিণ সীমান্তে সামরিক সক্ষমতা বিশ্লেষণ শুরু করে মিশরীয় বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, এই চীনা বিমানটি এমনভাবে তৈরি, যা সিনাই উপদ্বীপ এবং ইসরায়েলের আকাশসীমায় চলমান ঘটনাবলী রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করতে সক্ষম। এর ফলে ইসরায়েলের সামরিক গতিবিধি সরাসরি মিশরের নজরে পড়ছে।

ওয়েবসাইটটি আরও দাবি করেছে, চীন ইচ্ছাকৃতভাবে ইসরায়েল সীমান্তের কাছাকাছি ‘উস্কানিমূলক’ বিমান চালনা করেছে, যার কারণে ইসরায়েল তার সতর্কতা ব্যবস্থা সক্রিয় করে। চীনা বিমানটি সেই প্রতিক্রিয়ারও রেকর্ড সংগ্রহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের ভাষ্যমতে, এই পদক্ষেপ মিশর-ইসরায়েল শান্তিচুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবাক হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে—যারা চুক্তির অন্যতম গ্যারান্টার।

প্রতিবেদনে হাইফা বন্দরের মতো চীনা বিনিয়োগ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর দিকে নজর দিয়ে ইসরায়েলকে কঠোর বার্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, “ইসরায়েল তাইওয়ান নয়—এ ধরনের উস্কানিমূলক আচরণ মেনে নেওয়া যায় না।”

এই প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, আর মিশর ও চীন যৌথভাবে বিমান মহড়া চালাচ্ছে। তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানায়নি।

কমেন্ট বক্তব্য
সম্মানিত শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্ত: মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে

সম্মানিত শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্ত: মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে