পাঁচ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দীতে হেফাজতের মহাসমাবেশ, জনতার ঢল
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ পাঁচ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। শনিবার (৩ মে) সকাল ৯টায় শুরু হওয়া এই সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।
সমাবেশের সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ভোর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় জমায়েত হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।
হেফাজতের ঘোষিত পাঁচটি দাবির মধ্যে রয়েছে:
-
২০১৩ সালের শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে সংঘটিত ‘গণহত্যার’ বিচার,
-
রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার,
-
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্তি,
-
সংবিধানে প্রস্তাবিত ‘বহুত্ববাদ’ বাতিল ও আল্লাহর ওপর আস্থা পুনঃপ্রতিষ্ঠা,
-
ফিলিস্তিন ও ভারতের মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি।
উল্লেখযোগ্য যে, ২০১০ সালে নারী উন্নয়ন নীতি ও শিক্ষা নীতির বিরোধিতা করে কওমি মাদ্রাসা-ভিত্তিক এই সংগঠনটির আবির্ভাব ঘটে। তবে ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে জাতীয় আলোচনায় উঠে আসে তারা। সেই সমাবেশ ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রাতেই যৌথ বাহিনীর অভিযানে এলাকা খালি করা হয়।
ঘটনার পর মানবাধিকার সংস্থা 'অধিকার' দাবি করে, অভিযানে অন্তত ৬১ জন নিহত হন। যদিও পুলিশের ভাষ্য অনুযায়ী, সংঘাতে ১১ জনের মৃত্যু হয় এবং রাতে অভিযানে কেউ নিহত হননি।
এই ঘটনার তদন্তে করা মামলায় ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর অধিকার সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। এক মাস কারাভোগের পর তারা জামিনে মুক্তি পান।
বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির ও দেওবন্দি আলেম আ ফ ম খালিদ হাসান ধর্ম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।