ঢাকা | বঙ্গাব্দ

নির্মমতা থামছে না: গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ গেল ৩৯ জনের


  • নিউজ আপডেট : 04-05-2025 06:24 AM ইং প্রকাশ: 04-05-2025 ইং 1702 বার পঠিত

ছবির ক্যাপশন:
ad home 3

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩৯, যুদ্ধ শুরুর পর প্রাণ হারিয়েছেন ৫২ হাজারের বেশি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি। আহত হয়েছেন অনেকেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে, আহত হয়েছেন ২৭৫ জন।

এই পর্যন্ত চলমান সংঘাতে গাজায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫২ হাজার ৫০০ জনে। শুধু গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলাতেই নিহত হয়েছেন ২ হাজার ৩৯৬ জন, আহত হয়েছেন আরও ৬ হাজার ৩২৫ জন।

গত জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল আবারও বিমান হামলা শুরু করে। হামাসের সঙ্গে মতবিরোধের জেরে নতুন করে শুরু হওয়া এই সামরিক অভিযানে ধ্বংস হয়ে গেছে গাজার অধিকাংশ অবকাঠামো। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এই সংঘাত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নও তুলেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলছে ইসরায়েলের বিরুদ্ধে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, আল-জাজিরা

কমেন্ট বক্তব্য
সম্মানিত শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্ত: মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে

সম্মানিত শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্ত: মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে