ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে গুলশান অভিমুখে জনতার স্রোত, খালেদা জিয়ার আগমনে উত্তাল রাজধানী


  • নিউজ আপডেট : 06-05-2025 06:32 AM ইং প্রকাশ: 06-05-2025 ইং 1702 বার পঠিত

ছবির ক্যাপশন:
ad home 3

দেশে ফিরছেন খালেদা জিয়া: বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত জনতার ঢল

এক সময়ের গৃহবধূ থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রীতে পরিণত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর হাসিতে যেমন হাসে গোটা দেশ, তেমনি তাঁর কষ্টে কাঁদে লক্ষ হৃদয়। এরশাদবিরোধী আন্দোলনের অগ্রনায়ক হিসেবে তিনি পেয়েছেন 'আপোষহীন নেত্রী'র খেতাব।

গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি হয়েছেন নির্যাতন-নিপীড়নের প্রতীক। এক ছেলে হারিয়েছেন, আরেক ছেলে নির্বাসনে, নিজে বহুবার কারাবরণ করেছেন। কিন্তু ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কাছে কখনোই মাথা নত করেননি।

আজ মঙ্গলবার, দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার রাত ৯টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন বেগম জিয়া। সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যাবেন।

বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো। রাজধানীর বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তাজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সৃষ্টি হবে জনতার ঢল। প্রত্যেকটি থানা, ওয়ার্ড ও ইউনিটভিত্তিক দায়িত্ব ভাগ করে বরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বেগম জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তাঁর বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। হিথ্রো বিমানবন্দরে বিদায় জানানোর সময় একটি ভিডিওতে দেখা যায়, খালেদা জিয়া হুইলচেয়ারে বসা, পাশে তারেক রহমান, পুত্রবধূ ও নাতনী জাইমা রহমান। বিদায়ের মুহূর্ত ছিল আবেগঘন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "তিনি শুধু বিএনপির নয়, সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা ও গণতন্ত্রের প্রতীক। আমরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাব।"

এদিকে বিএনপি নেতারা বলছেন, আজকের দিনটি হবে গণতন্ত্রকামী মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বেগম জিয়ার প্রত্যাবর্তন শুধু রাজনীতির জন্য নয়, বরং দেশের ভবিষ্যতের পথচলার জন্যও নতুন আশার আলো।

কমেন্ট বক্তব্য
সম্মানিত শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্ত: মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে

সম্মানিত শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্ত: মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে